আগামীকাল মুক্তি পাচ্ছে শাহরুখ খান ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা অভিনীত জিরো সিনেমাটি। মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে এই তিন অভিনয়শিল্পী সাক্ষাৎকারে বলেছেন জিরো এবং তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে।
প্রশ্ন: সিনেমা আপনি বাওয়া সিং নামের এক বামনের চরিত্রে অভিনয় করেছেন কিন্তু দর্শক আপনাকে রোমান্টিক হিরো হিসেবে দেখতে বেশি ভালবাসে......
শাহরুখ খান: আমি এমন একটা চরিত্রে অভিনয় করতে চেয়েছি যার মধ্যে কিছু বিশেষত্ব আছে। আমরা কয়েক বছর ধরে 'লার্জার দ্যান লাইফ' মার্কা হিরো বিক্রি করে এসেছি। স্মলার দ্যান লাইফ মার্কা হিরোদের নিয়ে আমরা সিনেমা বানায় না। কিন্তু আসল জীবনে এরাই হিরো। আমি রাজ, রাহুল হয় অনেক মনোরঞ্জন করেছি। ভালো জামা পড়ে চোখে সানগ্লাস পড়ে অনেক নাচ গান করেছি। কিন্তু এবার চেয়েছি অন্যরকম কিছু এই ছবিতেও আমি নাচ করেছি কিন্তু ছোট বাবা হয়ে।
প্রশ্ন: সিনেমাটি মানুষের অসম্পূর্ণতা কে উদযাপন করেছে। ব্যক্তি শাহরুখের জীবনে কি কিছু অসম্পূর্ণতা আছে?
শাহরুখ খান: অনেক কিছু আছে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি না। অনেকবার আমার জন্মদিনের দিন আমার পরিবার আমাকে জিজ্ঞেস করে আমি ওদের একটু সময় দিতে পারবো কিনা। ভাবুন আমার জন্মদিনে আমার কাছ থেকে ওরা এই সময় চায়। আমার বাড়ির বাইরে রোজ তিন চার শ ভক্ত দাঁড়িয়ে থাকেন। আমার কোন সিনেমা যখন চলে না তখন তাদের জন্য খারাপ লাগে। মনে হয় ওরা আমাকে এত ভালবাসে আর আমি ওদের বঞ্চিত করছি। শুধু ওদের জন্য যেন সিনেমাটি ভালো চলে।
প্রশ্ন: সম্প্রতি বলিউডের নির্মাতা আনন্দ এল রাই বলেছেন, শাহরুখকে কঠিন জিনিস বেশি উৎসাহিত করে
শাহরুখ খান: নাম যশ আর অর্থ দিয়ে নিজেকে বারবার উৎসাহিত করা যায় বলে আমি মনে করি না। মা আমাকে বলতেন রূপার থালার খাবার কি বেশি সুস্বাদু হয়? মানুষ কি সব অর্থে বুকে বেঁধে নিয়ে যায়? আর কতই বা খ্যাতি ছড়াবে এরপর কি হবে ? ২৫-৩০ বছর আগে অভিনেতা হওয়ার খিদে আমাকে উৎসাহিত করতো। সে ক্ষিদেটা এখন বাঁচিয়ে রাখতে হলে আমাকে এমন কাজ করতে হবে যা আমি আগে কখনো করিনি।
প্রশ্ন: আপনার অভিনীত গত কয়েকটি সিনেমা বক্স অফিসে সেভাবে ব্যবসা করে নি। নানান জনের নানান মন্তব্য আপনাকে হয়তো শুনতে হয়েছে কিভাবে নেন এসব মন্তব্য?
শাহরুখ খান: আমরা নেতিবাচক মন্ত্র ব্যক্তিগতভাবে নিয়ে ফেলি। ফ্যান সিনেমাটি বানানোর সময় আমি জানতাম যে এটা সবার জন্য নয়। দশ জনের মধ্যে যেন তিনজন মানুষ সিনেমাটি পছন্দ করে যখন সেই তিনজন ও পছন্দ করে না তখন খারাপ লাগে। তবে আমি কখনোই তা ব্যক্তিগতভাবে নিই না। মনে মনে ভাবি এই সিনেমা চলে নি তো কি হয়েছে আরও সিনেমা বানাবো। আমি মনে করি মানুষ যখন আমাকে খুব ভালোবাসে তখন অনেক পরামর্শ দিতে থাকে। আমি শুধু বলতে পারি যে সবার ভালোবাসা পেয়ে আমি সত্যিই অভিভূত।
প্রশ্ন: জিরো সিনেমায় সালমান খানের সঙ্গে নাচলেন দুই বন্ধু আবার একসঙ্গে কেমন লাগলো?
শাহরুখ খান: গানের এই দৃশ্য আগেই শুট করা হয়েছিল। সালমানের কোন একটা সিনেমা মুক্তি পেয়েছিল সে সময়, আর সেই সিনেমা ভালো চলে নি। তখন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিল তবে সালমান শুটিংয়ে আসার পর থেকে আমি আরামে ছিলাম। সালমান অতিথি ছিল তাই ও শুটিংয়ে দেরিতে এলেও কেউ কিছু বলতে পারতোনা। আমি সুযোগের সদ্ব্যবহার করেছি। আমরা দুজনেই তখন শুটিংয়ে দেরিতে যেতাম। আমাদের সময়জ্ঞানের কথা ইন্ডাস্ট্রির সবারই জানা। তবে সালমান ও আমি দুজনেই শুটিং দারুন উপভোগ করেছি।
প্রশ্ন: কলকাতার চলচ্চিত্র উৎসবে আপনি জাতীয় পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আপনি কি মনে করেন বাওয়া সিং আপনার এই অপূর্ণতা পূরণ করবে?
শাহরুখ খান: আমি মজার ছেলে কথাটা বলেছিলাম মমতা দিদির সঙ্গে আমার ঘরোয়া সম্পর্ক। দিদি কখনোই মুখ্যমন্ত্রীর মতো ব্যবহার করেন না। তিনি আমাকে জিরো সিনেমার ট্রেইলার ওখানে দেখানোর কথা বলেন। সত্যি বলতে আমি জাতীয় পুরস্কারের জন্য সিনেমা বানাই না আর্টিস্টিক সিনেমা আমি বানাই না। মঞ্চ থেকে নামার পর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। জাতীয় পুরস্কার পায়নি বলে আমার দুঃখ আছে কিনা? সত্যি বলতে রাতে পুরস্কারের জন্য খারাপ লাগে যে ও আমাকে পাইনি। আমি যা যা চেয়েছি তাতেই খুশি। আমি যার সঙ্গে দেখা করি তাকে আনন্দ দিই। আর যার সঙ্গে দেখা করি না সে বঞ্চিত হয়।