ইমরুলের দুর্দান্ত ইনিংসে টাইগারদের জয়


বাংলাদেশ টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে। কিন্তু বাংলাদেশের শুরুটা খুব ভালো ছিলো না। বাংলাদেশের ব্যাটিংয়ে কাঁপিয়ে দিয়েছিল জিম্বাবুয়েকে। তবে একটি আদর্শ ইনিংস গড়ে দিয়েছে প্রত্যাশিত জয়ের ভিত। জিম্বাবুয়ে পেরে উঠল না একজনের সঙ্গে। শুরু থেকে শেষ পর্যন্ত দলে অবস্থান করছিলেন ইমরুল কায়েস। এক প্রান্তে দলকে আগলে রেখে জয়ের নিশ্চয়তা নিশ্চিত করে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। দুর্দান্ত এই ইনিংসে বইছে তার ঝড়। ইমরুলের এই অসাধারণ সেঞ্চুরিতে জিম্বাবুয়ে নাগাল পায়নি বাংলাদেশকে।

মিরপুরে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম ওয়ানডেতে ২৮ রানে হারিয়েছে। বাংলাদেশ এগিয়েছে তিন ম্যাচের সিরিজ।

রোববার শেরেবাংলা স্টেডিয়ামে ইমরুল খেলেছেন ১৪০ বলে ১৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস। বাংলাদেশের ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান তোলেন। বাংলাদেশের এই রান ছিল জিম্বাবুয়ের জন্য বিশাল এক পাহাড়। কিন্তু জিম্বাবুয়ে থমকে গেছে ২৪৩ রানে। পরাজয়ের ব্যবধান টা অনেক বেশি। তবে বাংলাদেশের জয়টা এসেছে অনায়াসে। কিন্তু জিম্বাবুয়ে একটি জুটিতে শেষদিকে ব্যবধান অনেকটাই কমিয়েছে।

ইমরুল তার ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলেছেন। তবে এই ইনিংসটি তার ক্যারিয়ারের সেরা ইনিংস হিসেবেই থাকবে। এটি ছিল বাংলাদেশের ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। গত এশিয়া কাপের মুশফিকুর রহিমের ১৪৪ রান কে ইমরুল কায়েস স্পর্শ করেছেন।

ইনিংস যখন পেরিয়েছে ৩০ ওভার বাংলাদেশ তখন ধুকছিল। ইমরুল কায়েসের সঙ্গে সাইফুদ্দিনের জুটি দলকে উদ্ধার করে নিয়ে যায় জয়ের দিকে। সপ্তম উইকেটে বাংলাদেশের রেকর্ড ১২৭ রানে যোগ করেছেন দুজন মিলে। দলে ফিরেই সাইফুদ্দিন পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে ফিফটির স্বাদ। শেষটা ছিল যতটা উজ্জ্বল ততটা বিবর্ণও।

জিম্বাবুয়ের ব্যাটিং আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। শান উইলিয়ামস ও কাইল জার্ভিসও নবম উইকেটে ভেঙেছে তাদের এই জুটি। এবং ভেঙেছে তাদের ৬৭ রানের এই জুটি। ম্যাচের শেষ বলে উইলিয়ামস ছুঁয়েছেন ফিফটি। কিন্তু ম্যাচ কার্যত শেষ অনেক আগেই।

অবশেষে বাংলাদেশ ২৭১ রানের ইনিংসে ২৮ রানে জয়লাভ করেছেন।

ফলঃ ২৮রানে বাংলাদেশের জয়।

তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে আছেন।
ম্যান অব দ্যা ম্যাচঃ ইমরুল কায়েস।
إرسال تعليق (0)
أحدث أقدم