রুপালি গিটার ফেলে চলে গেলেন আইয়ুব বাচ্চু

বাংলাদেশের ব্যান্ড সংগীতজগতের অগ্র পথিক আইয়ুব বাচ্চু আর নেই।

ঢাকা স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার সকালে তাকে অচেতন অবস্থায় নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জরুরি বিভাগের নার্স হাবিবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

আইয়ুব বাচ্চুর ছিলেন ব্যান্ড দল এনআরবি লিড গিটারিস্ট ও ভোকালিস্ট। তিনি একাধারে গীতিকার সুরকার এবং প্লেব্যাক শিল্পী

বাংলাদেশের চার দশক তরুণদের গিটারের মূর্ছনায় মাতিয়ে রাখা রকিস্টার এর বয়স হয়েছিল ৫৬ বছর। পুরো ভারতীয় উপমহাদেশেই তার গিটার বাদনের খ্যাতি ছিল।

আইয়ুব বাচ্চুর কন্ঠে অনেক রকমের গান রয়েছে তার মধ্যে, সেই তুমি কেন এত অচেনা হলে, ফেরারি এই মনটা আমার, আমি কষ্ট পেতে ভালবাসি, চলে যাব বহুদূরে, হাসতে দেখো গাইতে দেখো, এখন অনেক রাত, শ্রোতাদের বুকে গাইবে বহুদিন এই গান।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশের সাংস্কৃতিক প্রাঙ্গনে। তার মৃত্যুর সংবাদ শুনে ভক্ত শ্রোতাদের পাশাপাশি অনেক শিল্পীরা এসেছেন হাসপাতালে।

বাচ্চু বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। সপ্তাহ দুই আগেও একবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল হৃদরোগের কারণে। তিনি বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

স্কয়ার হাসপাতালের পরিচালক মির্জা নাজিমউদ্দিন সাংবাদিকদের বলেন, সকালে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। তার ড্রাইভার তাকে সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

আইয়ুব বাচ্চু গত ১৬ আগস্ট নিজের জন্মদিনে গ্লিটজনকে বলেছিলেন, চার দশকের সঙ্গীতজীবনে তার সবচেয়ে বড় প্রাপ্তি শ্রোতাদের উচ্ছাস, মানুষের ভালবাসা। এবং একটি আত্মজীবনী লেখার পরিকল্পনার কথা বলেছিলেন। 

"ঈদের পরে কাজটা শুরু করব। ঢাকা ছেড়ে কোথাও চলে যাব যেখানে কোনো ফোন থাকবে না, ইন্টারনেট থাকবে না। নদীর মাছ খাব, ভাত খাব, পানি খাব - এমন জায়গায় চলে যাব। লেখালেখির কাজ শেষ করে তারপর ঢাকায় ফিরব।"

এই শিল্পীর উপলব্ধি জানতে চেয়েছিল গ্লিটজ বাচ্চু বলেছিলেন বহুদূর যেতে হবে। এখনো পথের অনেকটা বাকি রয়ে গেছে।

শুক্রবার জুমার পর জাতীয় ঈদগাহ ময়দানে আইয়ুব বাচ্চুর জানাজা হবে, সাংস্কৃতিক সংগঠক নাসির উদ্দিন ইউসুফ মিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন। তারপর হিমঘরে মরদেহ রাখা হবে।

তার সন্তানরা বিদেশ থেকে ফেরার পর, এই জনপ্রিয় ব্যান্ড শিল্পীকে শনিবার চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
إرسال تعليق (0)
أحدث أقدم