ঝগড়ায় সঙ্গীকে যা বলা মোটেও ঠিক না


খুব রেগে গেলেও কিছু বিষয়ে মাথা ঠান্ডা রাখা দরকার।

মনোমালিন্যের সময় একে অপরকে আঘাত করা এবং অকারণে অনেক ধরণের খারাপ কথা বলা হয়ে যায়।

তবে সঙ্গী কে এমন কোন কথা বলা ঠিক হবে না যা সম্পর্ক নষ্ট করে দিতে পারে।

সম্পর্ক বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এমন কিছু কথা সম্পর্কে জানা যায় যা কখনই সঙ্গীকে বলা ঠিক নয়।

পুরনো কথা টেনে আনা কোন বিষয় নিয়ে ঝামেলা হলে আগের কথা টেনে আনা মোটেও ঠিক না। কোন কিছু যদি মিটে যায় অথবা সম্পন্ন হয়ে যায় তাহলে তা আর টেনে না আনাই ভালো। ঝগড়ায় পুরানো কথা টেনে আনলে তা বেশ জমজমাট হয় ঠিকই তবে সুসম্পর্কের জন্য মোটেও ভালো নয়। 

আমি আগেই বলেছিলাম: আগে থেকে সতর্ক করার পরেও যদি সে ভুল করে থাকে তাহলে তাকে তা মনে করিয়ে দেওয়ার দরকার নেই। এতে তার আরও খারাপ অনুভূতি হতে পারে। তাই আপনি কতটা ঠিক বলেছিলেন তা না বলে কিভাবে পরিস্থিতি সমাধান করা যায় তার উপায় বের করার চেষ্টা করুন।

তুলনা করা: সঙ্গীকে কারো সঙ্গে তুলনা করা ঠিক না। যেমন সে হলে মোটেই এরকম করতো না। যা তুমি আজ করলা। এরকম হলে সঙ্গীর মনে নেতিবাচক প্রতিক্রিয়া হবে। তার মনে হবে ওই মানুষটাকে বেশি প্রাধান্য দিচ্ছে তার সঙ্গী।

বরং সঙ্গীর যেসব ইতিবাচক দিক দেখে তাকে পছন্দ করেছেন সেটার দিকে মনোযোগ দিন। আর মনে রাখবেন যে, দূরের ঘাস বরাবরই সবুজ দেখায়।
Post a Comment (0)
Previous Post Next Post