ওজন বেশি হওয়া কিংবা কম হওয়া প্রভাব ফেলতে পারে মানুষের আয়ুর ওপর। গবেষকরা বলেছেন মানুষের ওজন স্বাভাবিকের চেয়ে কম বেশি হলে সেটা মানুষের আয়ু থেকে ৪টি বছর খেয়ে নিতে পারে।
সম্প্রতি এ সংক্রান্ত নিবন্ধ চিকিৎসা বিষয়ক গবেষণার সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত হয়েছে। গবেষণাটি বৃটেনের প্রায় ৪০ লাখ মানুষের ওপর পরিচালিত হয়েছে। এতে দেখা গেছে যাদের বয়স ৪০ পেরিয়েছে তাদের মধ্যে যার উচ্চতা বয়স এবং ওজনের অনুপাত বা বডি ইন্ডেক্স বিএমআই ভালো থাকে অসুখ বিসুখে তাদের মৃত্যুর সংখ্যা থাকে কম। কিন্তু এই বিএমআই যাদের খারাপ হয় তাদের অায়ুও তুলনামূলকভাবে কম হয়।
গবেষণা প্রতিবেদনে বলা হয় একজন মানুষের যতদিন বেঁচে থাকার সম্ভাবনা বলে আশা করা হয় অতিরিক্ত ওজনের একজন নারী ও পুরুষরা সেই আয় সাড়ে ৩ থেকে ৪ দশমিক ২ বছর পর্যন্ত কম হয়ে থাকে। আর কম ওজনের মানুষের পুরুষ আয় ৪ দশমিক ৩ । আর বেশি ওজন মানুষের নারী দশমিক ৫ বছর কম হয় ।
ক্যান্সার থেকে শুরু করে বেশিরভাগ রোগী মৃত্যুর কারণ এর সঙ্গে এই বিএমআই এর সংযোগ আছে বলে বিজ্ঞানীরা মনে করেন। তবে এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে যেসব ক্ষেত্রে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দেখা গেছে তাদের বিএমআই এর নিচে। এ থেকে বোঝা যায় ওজন কম হওয়া অসুস্থতার বড় একটি লক্ষণ।
অনেক বিশেষজ্ঞ অবশ্যই বিএমআই এর সাহায্যে মানুষের স্বাস্থ্য নির্ধারণ করার উপায় নিয়ে প্রশ্ন তুলেছেন তবে বেশিরভাগ ডাক্তারি এ বি এম আই পদ্ধতির পক্ষে।