লক্ষ্মীপুরে জেল হত্যা দিবস পালিত হয়েছে। শনিবার বিকেলে ৩ নভেম্বর এ উপলক্ষে শহরের এন আহমদীয় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ ও যুবলীগ সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও রেলি আয়োজন করা হয়। এ সময় জাতীয় ৪ নেতার স্মরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি।
জেলা আওয়ামী লীগ এর সভাপতি গোলাম ফারুক পিংকু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব প্রমুখ।
জেলার বিভিন্ন উপজেলা থানা ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত মহিলা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন জেল হত্যা বাঙালি জাতির জন্য ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় । ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতাবিরোধীরা নির্মমভাবে জাতীয় চার নেতাকে হত্যা করে। আমরা গভীরভাবে শ্রদ্ধায় স্মরণ করছি তাদের।