আমার প্রতিদ্বন্দ্বিরা যেন কোনোভাবেই আঘাত না পান


আমার প্রতিদ্বন্দ্বিরা শারীরিক ও মানসিকভাবে। রোববার দুপুরে নড়াইলে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভক্তদের উদ্দেশ্যে এসব কথা বলেন নড়াইল-2 আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ’নৌকা আমার প্রতীক। আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিবেন। আমিও আপনাদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবো।

মাশরাফি আরো বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। কোনো ভুলক্রটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। নড়াইলের মানুষের সেবা করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

এ সময় মাশরাফি আসন্ন সংসদ নির্বাচনে আইনজীবীদের সহযোগিতা চান।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অ্যাডভোকেট মোল্যা খবির উদ্দিন, অ্যাডভোকেট এস এম ফজলুর রহমান জিন্নহ, অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা  আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচী, অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, অ্যাডভোকেট শরীফ মাহবুবুল করিম প্রমুখ।
إرسال تعليق (0)
أحدث أقدم