বিএনপি নির্বাচনের ফলাফলে ক্ষুদ্ধ। তাই নতুন করে সামনে এগুতে চাচ্ছে বিএনপি। নির্বাচনের অনিয়মের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছ। এই তথ্য
সংগ্রহের জন্য ধানের শীষ প্রার্থীদের জরুরিভাবে ঢাকায় ডাকা হয়েছে। তাদের সাথে বৈঠকে বসবেন দলের শীর্ষ নেতারা। নির্বাচনের অনিয়মের তথ্য আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে দলটি। এবং বিদেশীদের কাছেও তুলে ধরা হবে। এ পর্যায়ে সংগঠন গোছানোর কাজে মনোযোগ দিবে হাইকমান্ড। তাতে নেতৃত্ব পরিবর্তন করার বিষয়টিও প্রকাশ পাবে।
ধানের শীষ বিএনপি |
বিএনপি বড় কোনো কর্মসূচির দিকে যাচ্ছেন না। তথ্যটি জানিয়েছেন বিএনপির স্থায়ী দুই সদস্য। বিএনপির ২১ হাজার নেতাকর্মী গ্রেপ্তার। তাদের মুক্তি হওয়ার পরই বিএনপি পরবর্তী পদক্ষেপ সামনে আনবে।
একজন স্থায়ী কমিটির সদস্য জানান, কয়েক হাজার নেতাকর্মী আছে, যাদের আটক রাখা হয়েছে কিন্তু তাদের গ্রেপ্তার দেখানো হয়নি। ভুল কোনো সিদ্ধান্তে এই নেতাদের জীবন বিপন্ন হয়ে যেতে পারে। তবে বিএনপি পুরো পদক্ষেপ পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নিবে।
নির্বাচনে এজেন্ট ও নেতাকর্মীদের গ্রেপ্তার, অনিয়ম, কারচুপি, আহত ও নিহতদের তালিকা অস্বাভাবিক ভোটের হিসাবসহ ৮টি বিষয়ে তথ্য একটি প্রতিবেদন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর জমা দেয়ার জন্য বার্তা পাঠানো হয়েছে। ভোট কারচুপির ভিডিওসহ(যদি থাকে) প্রতিবেদনের সাথে যুক্ত করতে বলা হয়েছে।