পোশাক শ্রমিক |
নূন্যতম মজুরি বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। তবে মালিক পক্ষের আশ্বাসে বেশ কিছু এলাকায় রাস্তা ছেড়েছেন তারা। ফলে চালু হয়েছে কয়েকটি রাস্তা।
সকাল থেকেই মিরপুরের কালশী, শেওড়াপাড়া এলাকার রাস্তায় অবস্থান নেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে মালিকপক্ষের আশ্বাস পেয়ে শ্রমিকরা সরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইমরানুল হাসান প্রিন্স বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকেও শ্রমিকদের প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছে বলে জানিয়েছেন তিনি।