সবাই যখন আলোচনা-সমালোচনা করতে ব্যস্ত তখন নাসির হোসেন বউকে নিয়ে হানিমুন করতে ব্যস্ত। নাসির এবং তার হানিমুনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল । অপরদিকে বধূ তুমি কার এই ফয়সালা হবে আদালতে। দুই পক্ষই তদন্ত এবং আদালতের উপর আস্থা রাখতে চায়। ক্রিকেটার নাসির হোসেন জানান তারা মামলার বাদী রাকিব হাসানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছেন।
রাকিব হাসান জানান তারা বাহিনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। আদালতের নির্দেশ দিয়েছে আদালত । আদালতের বাইরে চলছে দু'পক্ষের বাকযুদ্ধ। ক্রিকেটার নাসির হোসেন এর বিয়ে নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে পুরো দেশজুড়ে। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা মন্ত্যব্য আসছে। তাহলে বিতরকের অবসান টা কোথায়। এ দিকে দুই পক্ষই বলছে যা হবে তা আদালতেই হবে। আদালতে এ ঘটনার নিষ্পত্তি করুক।
এদিকে ক্রিকেটার নাসির হোসেন জানান অন্যের বউকে নিজের দাবি করায় মামলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তারা। সে বিষয়েও কাজ চলছে। তারা বলছে তদন্তকারী কর্তৃপক্ষের কাছেও আমরা প্রমাণ পেশ করব। তামিমাকে নিজের বলে দাবী করা রাকিব হাসান জানান তারা মামলা করলে সে কিভাবে মোকাবেলা করা হবে। তিনি আরো বলেন তারা যদি আমার বিরুদ্ধে প্রমাণ দেখাতে পারেনি। কথা আমি মেনে নেব এবং এর উপরে আদালতের সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের উপরে আমি অটল থাকব ।
এদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন আমরা আদালতের নির্দেশ এখনো পাইনি। পেলে শুরু করব তদন্ত । এদিকে আগামী 30 মার্চ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে আদালত কি সিদ্ধান্ত দেবে । আর মামলা তদন্ত কতদূর পর্যন্ত গড়াবে এবং তদন্ত শেষে এ মামলার কি ধরনের আসতে পারে ধারণা করা হচ্ছে।
যদি প্রমাণ হয়ে যায় তামিমি রাকিব হাসান নাসির হোসেন কে বিয়ে করেছে তাহলে সম্ভাব্য 5 বছরের জেল এবং জরিমানা হতে পারে । আর যদি আদালতে প্রমাণ হয় রাকিব হাসান কে ডিভোর্স দিয়ে তারপরে তামিমা বিয়ে করেছে তাহলে রাকিব হাসানের মানহানি মামলায় জেল এবং জরিমানা হতে পারে । আর সেই ক্ষেত্রে রাকিব হাসান ফেঁসে যাবে আদালতের কাছ আইনের হবে আর তা যদি না হয় তাকে জেল খাটতে হবে।