সেঞ্চুরির করার পরেও চিন্তিত মাশরাফি

ব্যাটিং নিয়ে চিন্তিত মাশরাফি

বুধবার চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইমরুলের সেঞ্চুরির পরেও খুশি হতে পারছেন না। টপ অর্ডারে একজন ব্যাটসম্যান ১০০ করার পরেও রান ৩০০ তে পৌঁছায় না । টপ অর্ডারে একজন ব্যাটসম্যান ১০০ রান করলে দলের রান ৩০০ যাওয়াটাই স্বাভাবিক।

প্রথম ম্যাচে পৌনে ৩০০ রান ব্যাটিংয়ে টাইগারদের তাকে সুখী করতে পারেনি। ইমরুল আর লোয়ার অর্ডারে নাম সাইফুদ্দিন ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি। তাই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দ্বিতীয় ম্যাচের আগে ব্যাটসম্যানদের কাছে রান চাইলেন।

কিন্তু এই ব্যাপারটাই চিন্তার বিষয়। টপ অর্ডারে বড় সংগ্রহের পর পরের দিকে যে সাহায্য টা দরকার সেটা এত পরে আসছে যে রান টা বড় হচ্ছে না। এই জায়গায় মানিয়ে নিতে হবে । মুশফিক, মাহমুদউল্লাহ, মেহেদি, মিরাজ, লিটন দাসেরা মিরপুরে প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়েছেন।

ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের ৭ম উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি ছিল । ১৪০ রানে ইমরুল ওয়ানডেতে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে থামেন। সাইফের ব্যাট থেকে ৫০ রান আসে। ৮ উইকেটে ৫০ ওভারে ২৭১ রানের সংগ্রহ করে বাংলাদেশ।
Post a Comment (0)
Previous Post Next Post