আইনজীবী মইনুল হোসেন গ্রেপ্তার।


গ্রেপ্তার করা হয়েছে আইনজীবি মইনুল হোসেনকে। উত্তরায় জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের বাসা থেকে সোমবার রাতে ফোনে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মইনুল হোসেন কে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছেন মইনুল হোসেনের বিরুদ্ধে রংপুরে একটি মানহানির মামলা হয়েছে আর ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

সাংবাদিক মাসুদা ভাট্টি ও সাখাওয়াত সায়ন্ত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের এক অনুষ্ঠানে আলোচক ছিলেন। আইনজীবী মইনুল হক তখন লাইভে যুক্ত হন। মাসুদা ভাট্টি এ সময় মইনুলের কাছে প্রশ্ন করেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি আলোচনা চলছে আপনি সদ্যগঠিত জাতীয় ঐক্য ফ্রন্ট এ এসে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন কি না। এক পর্যায়ে মাসুদা ভাট্টি কে মইনুল হোসেন এ প্রশ্নের জবাবে তার সাথে চরিত্রহীন বলে মন্তব্য করেন।

এ পর্যন্ত মইনুল হোসেনের বিরুদ্ধে এই ঘটনার জন্য সারাদেশে ৬ মামলা হয়েছে। এছাড়াও ২১ অক্টোবর ঢাকায় মাসুদা ভাট্টি নিজেও একটি মানহানির মামলা করেছেন। ঠিক একই দিনে কুমিল্লা ও কুড়িগ্রাম জামালপুর আর তিনটি মানহানির মামলা হয়। সোমবার সকালে ভোলা ও বিকেলে রংপুরে আরেকটি মামলা করা হয় মইনুল হোসেনের বিরুদ্ধে।

Post a Comment (0)
Previous Post Next Post