এত ভোট গেল কই?

মোহাম্মদ আবদুর রব
সিলেটের-2 আসনের প্রতিদ্বন্দ্বিতাকরী মোহাম্মদ আবদুর রব মল্লিকমোটর গাড়ি প্রতীক নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। এবং তিনি পুননির্বাচনের দাবি জানিয়েছেন।

আমার শত শত মাঠ কর্মী কাজ করেছে।প্রতেকটা কেন্দ্রে আমারএজেন্ট ছিল।আমাকে অনেকেই ভোট দেয়া সত্ত্বেও

হিসাবের খাতায় আমার ভোট অনেক কম । আমাকে অনেকেই ভোটদিয়েছে। কিন্তু আমার এত ভোট কোথায় গেল?

এক সংবাদ সম্মেলনে আবদুর রব এই প্রশ্ন তোলেন।সিলেটের -2 আসনে গণফোরাম মনোনীত জাতীয় প্রার্থী মোকাব্বির খান ৬৯হাজার ৪২৩ ভোট পেয়ে জয় লাভ করেছেন।

কিন্তু এ আসনে ভোটর ২ লাখ ৮৬ হাজার৫৮৬ জন। ১ লাখ ৪৯হাজার ৮৭৩ জন ভোট দিয়েছেন। এত ভোট দেয়ার পরও আমারভোট এত কম কেন?

আবদুর রব রয়েছেন জামানত হানোর প্রার্থীর তালিকায় তিনি মোটভোট পেয়েছেন ১ হাজার ১৭০ ভোট।

আবদুর বলেন, আমি সব জরিপে এগিয়ে থাকার পরও আমারহাজার হাজার ভোট কারচুপি করে এবং মোকাব্বির খানকে বিজয়ীঘোষণা করা হয়। 
আবদুর রব যুক্তরাজ্যপ্রবাসী তিনি নির্বাচনকে সামনে রেখে সিলেটে আসেন।পেশায় আইনজীবী আবদুর রব তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন কিন্তু মনোনয়ন বঞ্চিত হন তিনি। 
إرسال تعليق (0)
أحدث أقدم