প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রাখেন? জেনে নিন কি কি ক্ষতি হয়


প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রাখেন জেনে নিন কি ক্ষতি

বেশিরভাগ মানুষ এখন জিন্স বা ট্রাউজারের পেছনের পকেটে মানিব্যাগ রাখেন কিন্তু দীর্ঘ সময় ধরে প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রাখার ফলে শারীরিক কোনো ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে জানলে সাবধান হবেন আপনিও।

দিনের পর দিন এভাবে ব্যাগ রাখাকেই কোমর ব্যথা হাড়ের সমস্যা ও স্নায়ু রোগের অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।

হাড় ও স্নায়ুর ওষুধ নিয়ে দীর্ঘদিন গবেষণা চালানো দেশ-বিদেশের নানা সংস্থাই এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। আমেরিকান ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স এর গবেষকরাও ছেলেদের নানা হাড়ের সমস্যা এবং পায়ে বা কোমরে বাতের ব্যথার জন্য এই স্বভাবকেই অনেকাংশে দায়ী করেছেন।

প্যান্টের পেছনে একটি পকেট দেওয়া থাকে। কিন্তু তার মানে এই নয় যে ওই পকেট এ মানিব্যাগ রাখতে হবে। আমরা আমাদের সুবিধার জন্য টাকা-পয়সা রাখা ভারী ব্যাগ চালান করে দিই  পকেটে।

যারা অল্প টাকা পয়সা নিয়ে বের হন, তাদের ব্যাংকের কার্ড খুচরো পয়সা বাতিল কাগজ ভরে থাকে মানিব্যাগে। এবার পকেটে সেই ব্যাগ পুরেই আমরা বসে থাকি। হাঁটাচলা করি ট্রেনে-বাসে চড়ি।

অস্থিরোগ বিশেষজ্ঞরা বলেছেন, প্যান্টের পেছনের পকেট যেখানে থাকে ঠিক সেখানেই অবস্থান করে সিরোটিক স্নায়ু। এই দীর্ঘ সময় ওভাবে ব্যাগ রাখায় এবং ওই অবস্থায় চেপে বসে থাকার কারণে সিরোটিক স্নায়ু ও সংশ্লিষ্ট পেশির উপর প্রবল চাপ পড়ে। ফিমার হারের মাথাতেও চাপ পড়ে। এতেই কোমরে ব্যথা ও হাড়ের সমস্যা দেখা দেয়।

দীর্ঘ সময় ধরে প্যান্টের পেছনের পকেটে ব্যাগ রেখে দেওয়ায় সিরোটিক নার্ভের নিচে থাকা তন্ত্রর উপরও চাপ পড়ে। এতে কোমরে ব্যথা তো হয়ই, কারো কারো ক্ষেত্রে পা অবশ হয়ে যাওয়া থেকে শুরু করে হাড়ের ক্ষয় ঘটে।

এইজন্য টুকটাক জরুরি কাগজ বা কলম রাখার কাজে পকেট ব্যবহার করুন। মানিব্যাগ রাখুন কাদের বেগে। নিয়মিত শরীরচর্চা করুন, ইতোমধ্যে এ ব্যথার শিকার হলে গরম সেঁক নিন ও চিকিৎসকের পরামর্শ নিন।
إرسال تعليق (0)
أحدث أقدم